ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোটা সংস্কার: দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ৩৭৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজে-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৪) দুপুর ১২টায় বরিশালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্রজমোহন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে শহরের কাকলী সিনেমা হলের মোড় ও বঙ্গবন্ধু উদ্যানে এসে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা কোটার বিরুদ্ধে নানা স্লোাগন দেয় এবং পরে স্মারকলিপি দেন।

এদিকে, কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লকেড কর্মসূচি’-তে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবির) শিক্ষার্থীরা।

এ সময় গণপদযাত্রায় অংশ নেয় কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরাও। পরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারক লিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল ১১ টায় শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর প্রদান করেন।

এর আগে সকালে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া একই দাবিতে চট্টগ্রামেরও গণপদযাত্রা কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

কোটা সংস্কার: দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৩:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজে-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৪) দুপুর ১২টায় বরিশালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্রজমোহন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে শহরের কাকলী সিনেমা হলের মোড় ও বঙ্গবন্ধু উদ্যানে এসে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা কোটার বিরুদ্ধে নানা স্লোাগন দেয় এবং পরে স্মারকলিপি দেন।

এদিকে, কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লকেড কর্মসূচি’-তে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবির) শিক্ষার্থীরা।

এ সময় গণপদযাত্রায় অংশ নেয় কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরাও। পরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারক লিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল ১১ টায় শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর প্রদান করেন।

এর আগে সকালে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া একই দাবিতে চট্টগ্রামেরও গণপদযাত্রা কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।