তিস্তা প্রকল্পের বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ৩৭৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেহেতু তিস্তার পানি ভারত থেকেই আনতে হবে তিনি চান তিস্তা প্রকল্পটি ভারতই বাস্তবায়ন করুন। রোববার (১৪ই জুলাই) রাজধানীর গণভবনে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্প নিয়ে চীন নিরীক্ষা চালিয়েছে, ভারতও নিরীক্ষা চালাবে। এই দুই নিরীক্ষা দেখে সরকার সিদ্ধান্ত নেবে কাজ কে পাবে।
চীনের কাছ থেকে ঋণ নিলে কোন দীর্ঘমেয়াদি সমস্যায় পড়তে হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে কথা হয়েছে যে, যখন যতটুকু লাগবে ততটুকুই ঋণ নেবো। চীনের প্রেসিডেন্টকেও এটা জানিয়ে দেয়া হয়েছে। তাই ভয়ের কোন কারণ নেই।
এ সময় প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী শিক্ষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পেনশন নিয়ে তাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। তিনি বলেন, সার্বজনীন পেনশন স্কিম করা হয়েছে দেশের সবার মঙ্গলের জন্য।
শনিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন, ‘আমেরিকা এত বড় কথা বলে। তাদের দেশে একজন বিরোধী দলের নেতার ওপর এমন হামলা কিভাবে হয়? এটা দুঃখজনক যে তারা এমন জঘন্য হামলা নিয়ন্ত্রণ করতে পারেনি।’