স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
সোমবার থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার নতুন এ দামের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৮ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮১ হাজার ২২৯ টাকা।
সবশেষ গত ৭ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেসময় ভরিতে ১ হাজার ৬০৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা।