০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে হত্যাচেষ্টা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এমন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

এ ধরণের রাজনৈতিক সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার। নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

এদিকে, এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে গণতন্ত্রের ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও। ইসরায়েলও সাবেক মার্কিন প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করেছে।

এছাড়াও এ ঘটনায় অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, হাঙ্গেরি, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের নেতারা ইতোমধ্যে নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটের দিকে হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। তবে, দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত হন ট্রাম্প। তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়। ইতোমধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।

ট্রাম্পকে হত্যাচেষ্টা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

আপডেট : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, রোববার, ১৪ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এমন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

এ ধরণের রাজনৈতিক সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার। নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

এদিকে, এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে গণতন্ত্রের ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও। ইসরায়েলও সাবেক মার্কিন প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করেছে।

এছাড়াও এ ঘটনায় অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, হাঙ্গেরি, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের নেতারা ইতোমধ্যে নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটের দিকে হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। তবে, দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত হন ট্রাম্প। তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়। ইতোমধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।