শিক্ষার্থীদের আন্দোলনে ভেসে যাবে সরকার: রিজভী
- আপডেট সময় : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ৩৮৫ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকার ভেসে যাবে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারে কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুক হক এনামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহেতুক গালাগালি করেছেন। ঢালাওভাবে আন্দোলকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতি’ বলে নিন্দা করেছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে তরুণরা হতাশা হয়েছেন দাবি করেন রিজভী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) তরুণদের স্বপ্ন দেখাতে পারছেন না। ৫৬ শতাংশ কোটা রাখা হয়েছে, যেন ছাত্রলীগের ক্যাডারদের ডিসি-এসপি করতে পারেন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী বলেছেন রাজাকারের নাতি-নাতনি। আপনি ১৯৭১ সালে ঢাকায় ছিলেন। আপনার স্বামী ওয়াজেদ মিয়া ঢাকায় ছিলেন। তাকে তো আপনি মুক্তিযুদ্ধে পাঠাননি। অথচ আজকে যারা লেখাপড়া করছে, যারা মেধার ভিত্তিতে চাকরি কথা বলছেন, তাদেরকে হতাশা করছেন।
প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে আইন ভঙ্গ করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, আপনি বলেছেন— ২০১৮ সালে রাগ করে কোটা ব্যবস্থা বাতিল করেছি। যদিও আপনি ‘ডামি’ প্রধানমন্ত্রী। আপনি তো শপথ নিয়েছিলেন রাগ-অনুরাগ বশবর্তী হয়ে কোনও কাজ করবেন না। আপনি নিজেই আপনার শপথ ভঙ্গ করেছেন। প্রতিনিয়ত নিজেই সংবিধান ভঙ্গ করছেন।
তিনি আরও বলেন, দেশের সব রাজনৈতিক দল ও ভিন্ন মতের মানুষ বিশ্বাস করে, যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা বৈধ পথে ক্ষমতায় আসেনি। তারা জনগণের বৈধ প্রতিনিধিত্ব করেন না। তাদের কাছে শপথ রাখা, না রাখা কোনও বিষয় না। তাদের কাছে ক্ষমতায় আটকে থাকাই বড় বিষয়।
৩০-৩৪ বছর আগে বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছি। আজকে সেই বয়স থাকলে কোটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারতাম— মন্তব্য রিজভীর।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ অনেকে।