ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোটা আন্দোলন ১ মাস স্থগিত করতে বলেছেন ব্যারিস্টার সুমন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ৩৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আন্দোলন ১ মাস স্থগিত করতে বলেছেন, চুনারুঘাট-মাধবপুরের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আরও বলেছেন, প্রয়োজনে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাবো।

ব্যারিস্টার সুমন বলেন, ‘বিষয়টি এখন আদালতে কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেনো একটা মাস অপেক্ষা করেন।’

প্রসঙ্গত, কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হেলমেট পরে লাঠি, হকিস্টিক, গাছের গুড়ি নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এই হামলায় আহত হয়েছেন প্রায় ৩০০ জন। তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কোটা আন্দোলন ১ মাস স্থগিত করতে বলেছেন ব্যারিস্টার সুমন

আপডেট সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আন্দোলন ১ মাস স্থগিত করতে বলেছেন, চুনারুঘাট-মাধবপুরের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার (১৬ জুলাই) হাইকোর্টের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আরও বলেছেন, প্রয়োজনে আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানাবো।

ব্যারিস্টার সুমন বলেন, ‘বিষয়টি এখন আদালতে কাছে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেনো একটা মাস অপেক্ষা করেন।’

প্রসঙ্গত, কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হেলমেট পরে লাঠি, হকিস্টিক, গাছের গুড়ি নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এই হামলায় আহত হয়েছেন প্রায় ৩০০ জন। তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।