আন্দোলনকারীরা ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
আন্দোলনকারীরা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আন্দোলন না করে আদালতের ওপর ভরসা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি, আদালতে এসে তারা তাদের দাবি বলুক।’
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এ আন্দোলনে বিভিন্ন মহল থেকে উস্কানি দেয়া হচ্ছে। বলেন, ‘আন্দোলন পরিহার করে, তারা যেন ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়।’
এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে মঙ্গলবারও উত্তাল রাজধানী ঢাকা। এ দিনও সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা/বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়কসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কোটাবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।