ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ইসরাইলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ৩৯৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। নুসিরাত ও খান ইউনিসে ইসরাইলের হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনই শিশু। এখন পর্যন্ত নিহত মোট ফিলিস্তিনের সংখ্যা ৩৮ হাজার ৬’শ ছাড়িয়েছে।

পাঁচ শিশুসহ অন্তত ১১ জনই নিহত হয়েছে মধ্য গাজার নুসিরাতে। সেখানকার একটি বাড়িতে ইসরাইলি সামরিক হামলার তারা নিহত হয়। এরআগে জানানো হয়েছিল, নুসিরাতের ক্যাম্প-১ এলাকায় ইসরাইলি সামরিক বাহিনীর বোমা হামলা চালানোর পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।

এদিকে খান ইউনিসের কাছে ইসরাইলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছে, আহত হয়েছে তিনজন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে আবাসান শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে।

এদিকে, কয়েক মাস ধরে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করার পরে গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল ইসরালের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তুর্কি ও ফিলিস্তিনি যৌথ উদ্যোগে পরিচালিত এ হাসপাতালে ইসরাইলের চালানো হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আরও একটি প্রামণ দিলো। দায়ীদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। নুসিরাত ও খান ইউনিসে ইসরাইলের হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনই শিশু। এখন পর্যন্ত নিহত মোট ফিলিস্তিনের সংখ্যা ৩৮ হাজার ৬’শ ছাড়িয়েছে।

পাঁচ শিশুসহ অন্তত ১১ জনই নিহত হয়েছে মধ্য গাজার নুসিরাতে। সেখানকার একটি বাড়িতে ইসরাইলি সামরিক হামলার তারা নিহত হয়। এরআগে জানানো হয়েছিল, নুসিরাতের ক্যাম্প-১ এলাকায় ইসরাইলি সামরিক বাহিনীর বোমা হামলা চালানোর পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।

এদিকে খান ইউনিসের কাছে ইসরাইলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছে, আহত হয়েছে তিনজন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে আবাসান শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে।

এদিকে, কয়েক মাস ধরে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করার পরে গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল ইসরালের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তুর্কি ও ফিলিস্তিনি যৌথ উদ্যোগে পরিচালিত এ হাসপাতালে ইসরাইলের চালানো হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আরও একটি প্রামণ দিলো। দায়ীদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।