রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা জজকোর্টের সামনে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। তার নাম নাসিম। তাকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
এর আগে, কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জড়ো হয় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টায় পর থেকে এমন চিত্র লক্ষ্য করা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
সরেজমিনে দেখা যায়, দিন বেলা ১২টা থেকে ঢাকার বিভিন্ন থানা, উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বাসে করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন। একই সাথে রয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। অবস্থানরত নেতাকর্মীদের হাতে রড, স্ট্যাম্প, লাঠি ও পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র রয়েছে।
রাজু ভাস্কর্যে অবস্থান নেয়া ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সাথে কথা বলে জানা যায়, এদের কেউ তেজগাঁও থানা ছাত্রলীগ, সাভার উপজেলা ছাত্রলীগ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ এবং বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।
ছাত্রলীগের ঘোষিত প্রতিবাদ কর্মসূচি রাজু ভাস্কর্যে দেড়টায় শুরু হওয়ার কথা ছিল তবে বেলা ৩টা পেরিয়ে গেলেও তা শুরু হয়নি। নেই কোনো ব্যানার, মাইক বা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও।