ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকার বাইরে কোটাবিরোধী-ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে কোটাবিরোধীরা। আর, মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্রলীগ। পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশের সময় চট্টগ্রামে কোটাবিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। খুলনা ও বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটাবিরোধীরা।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সংসদে আইন করে কোটা সংস্কার চান তারা। আর পাল্টা কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এসময় বিভিন্ন স্থানে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। কোটাবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের ষোলশহরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা কোটা পদ্ধতির সংস্কার চেয়ে স্লোগান দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে এলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী শিক্ষার্থীরা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বটতলা এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত ছাত্রলীগের কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ২৫ শিক্ষার্থী আহত হয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কোটাবিরোধীরা।

অবরোধের সময় হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে প্যারিস রোডে অবস্থান নিয়ে কোটা ইস্যুতে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানায়।

খুলনা শ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল কোটা সংস্কারের দাবিতে ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি শ্ববিদ্যালয়েসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। পরে তারা নগরীর জিরোপয়েন্টে মহাসড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান দেন। বিভিন্ন স্থানে হামলার বিচার দাবি করেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি শ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা। বেলা দুই টার দিকে বিক্ষোভ সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে মিছিল করে ছাত্রলীগের কর্মীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে শহরের রেলগেট এলাকায় এসব কর্মসূচি পালন করেন তারা।

লালমনিরহাটে কোটা সংস্কারের দাবিতে চলমান কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, সকালে সমাবেশের আয়োজন করলেও ছাত্রলীগের বাধায় সড়কে দাঁড়াতে পারেনি। কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সন্ধ্যায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

ঢাকার বাইরে কোটাবিরোধী-ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ

আপডেট সময় : ১২:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে কোটাবিরোধীরা। আর, মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্রলীগ। পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশের সময় চট্টগ্রামে কোটাবিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। খুলনা ও বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটাবিরোধীরা।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সংসদে আইন করে কোটা সংস্কার চান তারা। আর পাল্টা কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এসময় বিভিন্ন স্থানে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। কোটাবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের ষোলশহরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা কোটা পদ্ধতির সংস্কার চেয়ে স্লোগান দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে এলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী শিক্ষার্থীরা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বটতলা এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত ছাত্রলীগের কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ২৫ শিক্ষার্থী আহত হয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কোটাবিরোধীরা।

অবরোধের সময় হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে প্যারিস রোডে অবস্থান নিয়ে কোটা ইস্যুতে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানায়।

খুলনা শ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল কোটা সংস্কারের দাবিতে ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি শ্ববিদ্যালয়েসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। পরে তারা নগরীর জিরোপয়েন্টে মহাসড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান দেন। বিভিন্ন স্থানে হামলার বিচার দাবি করেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি শ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা। বেলা দুই টার দিকে বিক্ষোভ সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে মিছিল করে ছাত্রলীগের কর্মীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে শহরের রেলগেট এলাকায় এসব কর্মসূচি পালন করেন তারা।

লালমনিরহাটে কোটা সংস্কারের দাবিতে চলমান কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, সকালে সমাবেশের আয়োজন করলেও ছাত্রলীগের বাধায় সড়কে দাঁড়াতে পারেনি। কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সন্ধ্যায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।