ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে : কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আদালয়ের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে। এর পেছনে একটি মতলবি মহল আছে।

এ সময় তিনি বলেন, আমরা এ ধরনের তথাকথিত আন্দোলন যার সাথে জনগণের সম্পৃক্ততা নেই। কারণ এই আন্দোলন স্বাধীনতাকে টার্গেট করেছে। মুক্তিযুদ্ধকে টার্গেট করে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে তাদের এই প্রচেষ্টা রুখে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের অবমাননা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, আন্দোলনকারীরা নিজেদের আন্দোলনকারী না ভেবে রাজাকার ভাবলো কেনো? তাদেরকে তো কেউ রাজাকার বলেনি। প্রধানমন্ত্রী তো কাউকে উদ্দেশ্য করে রাজাকার বলেনি। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারদের সমর্থন করছে এটা দিবালোকের মতো পরিষ্কার। এই আন্দোলন হচ্ছে কোটাবিরোধিতার নামে সরকারবিরোধী আন্দোলন।

বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আন্দোলনেও তারা ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেও দেখেছি ২০১৮ সালে সড়ক আন্দোলনের ওপর ভর করে তারা আন্দোলনের ফসল কুড়াতে চেয়েছিল। তারা অগ্নিসন্ত্রাস করেছে, কত মানুষ যে মারা গেছে। টার্গেট করে নিরীহ মানুষ তারা হত্যা করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা এখনো বলছি আজ যে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে, এই আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সেই লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার দল সমর্থন দিয়েছে প্রকাশ্যে। তারেক রহমান প্রতিনিয়ত ২০১৫, ১৬, ১৮ সালের মতো এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। তাদের সমমনা কিছু দলও এর সঙ্গে জড়িত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে : কাদের

আপডেট সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আদালয়ের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে। এর পেছনে একটি মতলবি মহল আছে।

এ সময় তিনি বলেন, আমরা এ ধরনের তথাকথিত আন্দোলন যার সাথে জনগণের সম্পৃক্ততা নেই। কারণ এই আন্দোলন স্বাধীনতাকে টার্গেট করেছে। মুক্তিযুদ্ধকে টার্গেট করে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে তাদের এই প্রচেষ্টা রুখে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের অবমাননা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, আন্দোলনকারীরা নিজেদের আন্দোলনকারী না ভেবে রাজাকার ভাবলো কেনো? তাদেরকে তো কেউ রাজাকার বলেনি। প্রধানমন্ত্রী তো কাউকে উদ্দেশ্য করে রাজাকার বলেনি। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারদের সমর্থন করছে এটা দিবালোকের মতো পরিষ্কার। এই আন্দোলন হচ্ছে কোটাবিরোধিতার নামে সরকারবিরোধী আন্দোলন।

বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আন্দোলনেও তারা ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেও দেখেছি ২০১৮ সালে সড়ক আন্দোলনের ওপর ভর করে তারা আন্দোলনের ফসল কুড়াতে চেয়েছিল। তারা অগ্নিসন্ত্রাস করেছে, কত মানুষ যে মারা গেছে। টার্গেট করে নিরীহ মানুষ তারা হত্যা করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা এখনো বলছি আজ যে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে, এই আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সেই লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার দল সমর্থন দিয়েছে প্রকাশ্যে। তারেক রহমান প্রতিনিয়ত ২০১৫, ১৬, ১৮ সালের মতো এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। তাদের সমমনা কিছু দলও এর সঙ্গে জড়িত রয়েছে।