ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের পদত্যাগের দাবিতে কেনিয়ায় ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / ৩৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ তুঙ্গে উঠেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। এ দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল কেনিয়ার রাজধানী নাইরোবিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এ সময় এক বিক্ষোভকারী নিহত হন। উদ্ভূত পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

গত মাসে কেনিয়া সরকার কর বৃদ্ধি সংক্রান্ত একটি নতুন বিল পাস করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার এক সময় বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নেয়।

এরপর অপশাসন, দুর্নীতি, পুলিশের জবাবদিহিতা না থাকা ও সাম্প্রতিক সহিংসতায় কয়েকজনের প্রাণহানির জেরে রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে দেশটির সাধারণ মানুষ।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রুটো। পদত্যাগ করেছেন দেশটির পুলিশের প্রধান। এরপর বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রুটো।

কিন্তু বিক্ষোভকারীদের এক দাবি—রুটোর পদত্যাগ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, রুটোর সঙ্গে কোনোও সংলাপে বসবে না তারা।

গতকাল দক্ষিণ নাইরোবির কিটেনজেলা এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হন। পরে তাঁর মরদহে নিয়ে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। তারা ‘রুটোর বিদায় চাই’ স্লোগান দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সরকারের পদত্যাগের দাবিতে কেনিয়ায় ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ তুঙ্গে উঠেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। এ দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল কেনিয়ার রাজধানী নাইরোবিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এ সময় এক বিক্ষোভকারী নিহত হন। উদ্ভূত পরিস্থিতিতে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

গত মাসে কেনিয়া সরকার কর বৃদ্ধি সংক্রান্ত একটি নতুন বিল পাস করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার এক সময় বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নেয়।

এরপর অপশাসন, দুর্নীতি, পুলিশের জবাবদিহিতা না থাকা ও সাম্প্রতিক সহিংসতায় কয়েকজনের প্রাণহানির জেরে রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে দেশটির সাধারণ মানুষ।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট রুটো। পদত্যাগ করেছেন দেশটির পুলিশের প্রধান। এরপর বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রুটো।

কিন্তু বিক্ষোভকারীদের এক দাবি—রুটোর পদত্যাগ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, রুটোর সঙ্গে কোনোও সংলাপে বসবে না তারা।

গতকাল দক্ষিণ নাইরোবির কিটেনজেলা এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হন। পরে তাঁর মরদহে নিয়ে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। তারা ‘রুটোর বিদায় চাই’ স্লোগান দিয়েছে।