০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আতঙ্কে ঢাবির হল ছাড়ছেন শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বুধবার (১৭ জুলাই) সকাল থেকে প্রায় সব হল থেকেই অনেক শিক্ষার্থীকে বেরিয়ে যেতে দেখা যায়।

এদিকে, কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনার পর থেকেই কলেজের হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল ছয়টার দিকে কলেজের প্রধান ফটক দিয়ে বহু শিক্ষার্থীর ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। এর ফলে গতকাল দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার সারাদেশে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে ছয়জন নিহত হন। চলমান পরিস্থিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ঠেকাতে পরিচয়পত্র যাচাইসহ পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে।

আতঙ্কে ঢাবির হল ছাড়ছেন শিক্ষার্থীরা

আপডেট : ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বুধবার (১৭ জুলাই) সকাল থেকে প্রায় সব হল থেকেই অনেক শিক্ষার্থীকে বেরিয়ে যেতে দেখা যায়।

এদিকে, কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনার পর থেকেই কলেজের হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল ছয়টার দিকে কলেজের প্রধান ফটক দিয়ে বহু শিক্ষার্থীর ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। এর ফলে গতকাল দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার সারাদেশে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে ছয়জন নিহত হন। চলমান পরিস্থিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ঠেকাতে পরিচয়পত্র যাচাইসহ পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে।