ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে ইসরায়েলের সংসদে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করে ইসরায়েলি সংসদ নেসেটে একটি প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

আজই এই প্রস্তাবের ওপর নেসেটে ভোটাভুটি হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে ৬৮ জন এবং বিপক্ষে মাত্র ৯ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।

প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসরায়েল ও এর নাগরিকদের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতকে স্থায়ী করবে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করবে তুলবে।

টাইমস অব ইসরায়েল বলছে, এই প্রস্তাবে সমর্থন দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী দলগুলো। তবে এই প্রস্তাবকে সমর্থন দেয়া এড়াতে আগেই অধিবেশনস্থল ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। যদিও তিনি ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত সমাধানে এতদিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলে এসেছেন।

এদিকে এই প্রস্তাব পাসের নিন্দা করেছেন প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মোস্তফা বারঘৌতি। বৃহস্পতিবার (১৮ জুলাই) এক এক্সবার্তায় তিনি লিখেছেন, সরকার ও বিরোধী দলের কোনো ইহুদি দল এই প্রস্তাবের বিরোধিতা করেনি। এই প্রস্তাব পাসের মাধ্যমে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস প্রত্যাখ্যান এবং অসলো চুক্তির আনুষ্ঠানিক মৃত্যু হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে ইসরায়েলের সংসদে প্রস্তাব পাস

আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করে ইসরায়েলি সংসদ নেসেটে একটি প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

আজই এই প্রস্তাবের ওপর নেসেটে ভোটাভুটি হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে ৬৮ জন এবং বিপক্ষে মাত্র ৯ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।

প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসরায়েল ও এর নাগরিকদের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতকে স্থায়ী করবে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করবে তুলবে।

টাইমস অব ইসরায়েল বলছে, এই প্রস্তাবে সমর্থন দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী দলগুলো। তবে এই প্রস্তাবকে সমর্থন দেয়া এড়াতে আগেই অধিবেশনস্থল ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। যদিও তিনি ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত সমাধানে এতদিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলে এসেছেন।

এদিকে এই প্রস্তাব পাসের নিন্দা করেছেন প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মোস্তফা বারঘৌতি। বৃহস্পতিবার (১৮ জুলাই) এক এক্সবার্তায় তিনি লিখেছেন, সরকার ও বিরোধী দলের কোনো ইহুদি দল এই প্রস্তাবের বিরোধিতা করেনি। এই প্রস্তাব পাসের মাধ্যমে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস প্রত্যাখ্যান এবং অসলো চুক্তির আনুষ্ঠানিক মৃত্যু হলো।