ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অবরুদ্ধ পুলিশদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশ এখন উত্তাল। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলছে।

এ অবস্থায় রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে ৩ ঘণ্টা ধরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের দুপুর আড়াইটার দিকে উদ্ধার করে র‌্যাব।

বাহিনীটি প্রথমে কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধারের পর ফের হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে ওই এলাকায়। ধারণা করা হচ্ছে, আটকে পড়া সব পুলিশ সদস্যদের ধারাবাহিকভাবে উদ্ধার করবে র‌্যাব।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, এদিন দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজন পুলিশ ওই ভবনের নিচে প্রবেশ করেন। এ সময় ভবনের ভেতর থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা একত্র হয়ে ভাঙচুর শুরু করেন ভবনটিতে।

এদিকে এদিন বিকেল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার কোটা সংস্কারের পক্ষে। আর শিক্ষার্থীরা যখনই চাইবে তখনই তাদের সঙ্গে বসার জন্য সরকার রাজি আছেন বলে জানান আইনমন্ত্রী।

এর আগে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ ও পুলিশের হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

অবরুদ্ধ পুলিশদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করল র‌্যাব

আপডেট সময় : ০৪:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশ এখন উত্তাল। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলছে।

এ অবস্থায় রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে ৩ ঘণ্টা ধরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের দুপুর আড়াইটার দিকে উদ্ধার করে র‌্যাব।

বাহিনীটি প্রথমে কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধারের পর ফের হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে ওই এলাকায়। ধারণা করা হচ্ছে, আটকে পড়া সব পুলিশ সদস্যদের ধারাবাহিকভাবে উদ্ধার করবে র‌্যাব।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, এদিন দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজন পুলিশ ওই ভবনের নিচে প্রবেশ করেন। এ সময় ভবনের ভেতর থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা একত্র হয়ে ভাঙচুর শুরু করেন ভবনটিতে।

এদিকে এদিন বিকেল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার কোটা সংস্কারের পক্ষে। আর শিক্ষার্থীরা যখনই চাইবে তখনই তাদের সঙ্গে বসার জন্য সরকার রাজি আছেন বলে জানান আইনমন্ত্রী।

এর আগে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ ও পুলিশের হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী।