ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এতে দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তাদের মধ্যে প্রাথমিকভাবে একজনের নাম ইমাদ বলে জানা গেছে। এছাড়া আরেকজনের পরিচয় জানা যায়নি।

মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন গুলিবিদ্ধ এবং আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেছেন।

এর আগে দুপুর থেকে বহদ্দারহাট এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। একপর্যায়ে বিকেলে বহদ্দারহাট পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে বক্সের ভেতরে থাকা অন্তত ছয়টি মোটরসাইকেল পুড়ে যায়। সংঘর্ষে দুই কনস্টেবলও গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সংঘর্ষে অজ্ঞাতনামা অন্তত ৩ যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এতে দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তাদের মধ্যে প্রাথমিকভাবে একজনের নাম ইমাদ বলে জানা গেছে। এছাড়া আরেকজনের পরিচয় জানা যায়নি।

মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন গুলিবিদ্ধ এবং আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেছেন।

এর আগে দুপুর থেকে বহদ্দারহাট এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। একপর্যায়ে বিকেলে বহদ্দারহাট পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে বক্সের ভেতরে থাকা অন্তত ছয়টি মোটরসাইকেল পুড়ে যায়। সংঘর্ষে দুই কনস্টেবলও গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সংঘর্ষে অজ্ঞাতনামা অন্তত ৩ যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।