তামিম-মাহমুদউল্লাহ কথা বললেন ছাত্র আন্দোলন নিয়ে
- আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / ৩৭৩ বার পড়া হয়েছে
কোটা সংস্কার নিয়ে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছে। এ নিয়ে ব্যাপক সহিংসতাও চলছে। চলমান আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়েছিল। সে আন্দোলন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। আন্দোলন ঘিরে চলা সংঘর্ষে সারা দেশে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন।
এমন পরিস্থিতিতে আন্দোলনে সংঘাতে আহত ও নিহতের ঘটনায় মুখ খুলেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।
গতকাল রাতে ফেসবুক পোস্টে তামিম জানান, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।’
‘কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’
মধ্যরাতে ফেসবুক পোস্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তিনিও দ্রুত সমাধানের আশা করেছেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’
এর আগে গতকাল আন্দোলন নিয়ে পোস্ট করেছিলেন মুশফিকুর রহিম। এছাড়া তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরাও পোস্ট করেছেন।