মাছের উৎপাদন আরও বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / ৩৮৯ বার পড়া হয়েছে
সমুদ্র সম্পদ আহরণ ও তার যথাযথ ব্যবহারের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৮ই জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এগ্রিকালচার ও সি ফুড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সরকার প্রধান।
এসময় গভীর সমুদ্রে মাছ ধরাসহ সমুদ্রসম্পদ আহরণে দেশি বিদেশী বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার কথাও বলেন তিনি।
বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এদেশে মৎস চাষের জন্য উপযুক্ত পরিবেশ আছে। আর তা কাজে লাগাতে চায় সরকার, এজন্য মাছের উৎপাদন বাড়ানের জন্য গবেষণাসহ নানা উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি।
বাংলাদেশে মাছ চাষে বিপুল সম্ভাবনা কথা জানিয়ে এ খাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করেছে। এখন সময় এসেছে সমুদ্র সীমা কাজে লাগানোর। এখাতে দেশী বিদেশী বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বৈশি^ক বাজারে বাংলাদেশের সামুদ্রিক মাছ রপ্তানি বাড়াতে মানসম্মত মাছ উৎপাদনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল এগ্রিকালচার ও সি ফুড শো। এই শোতে ৩৬ দেশের প্রতিনিধিরা অংশ নেন। শোতে বাংলাদেশের সমুদ্র সম্পদের সম্ভাবনার কথা তুলে ধরা হয়।