ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তাড়াহুড়ো করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নেই- শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে, তাড়াহুড়ো করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, পরিস্থিতি জটিল হোক তা চায়না সরকার।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে আইনমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

চলমান পরিস্থিতির উন্নতি না হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া সম্ভব হবেনা বলেও জানান তিনি। তবে শিক্ষামন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেয়া যায় সেই চেষ্টা চলছে।

জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই সারাদেশ স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।

এ ছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও।

নিউজটি শেয়ার করুন

তাড়াহুড়ো করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নেই- শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১০:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪

দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে, তাড়াহুড়ো করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, পরিস্থিতি জটিল হোক তা চায়না সরকার।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে আইনমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

চলমান পরিস্থিতির উন্নতি না হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া সম্ভব হবেনা বলেও জানান তিনি। তবে শিক্ষামন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেয়া যায় সেই চেষ্টা চলছে।

জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই সারাদেশ স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।

এ ছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও।