মালয়েশিয়াকে বাংলাদেশে গাড়ির কারখানা স্থাপনের আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
- / ৪১৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়াকে বাংলাদেশে তাদের পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ি সম্পূর্ণভাবে তৈরির কারখানা স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার হাজনাহ মো. হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে বিদায়ী সাক্ষাৎ করার সময় এই আহ্বান জানান।
এসময় দূত বলেন, স্থানীয় পিএইচপি মোটরস এখানে মালয়েশিয়ান ব্র্যান্ড পেরোডুয়া গাড়ি জড়ো করছে। স্বাক্ষাৎ-এ প্রধানমন্ত্রী ও হাইকমিশনার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিদ্যমান সম্পর্কের কথা স্মরণ করেন।
মালয়েশিয়ার স্বাস্থ্য সুবিধা তুলে ধরে দূত বলেন, বাংলাদেশিরা সুলভে সেখানে স্বাস্থ্য সুবিধা নিতে পারেন।