‘অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই’
- আপডেট সময় : ০৮:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। দলের নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর শ্যামলীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া মেট্রোরেলের দুই স্টেশন এক বছরেও চালু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘কাজীপাড়া, মিরপুরে মেট্রোরেল স্টেশন কীভাবে পুড়িয়ে দিয়েছে। নতুন যন্ত্রপাতি আনার পরও এক বছরের আগে ওই দুটি স্টেশন ঠিক হবে কিনা তা নিয়ে সংশয় আছে।’
কোটা আন্দোলনে সহিংসতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘যে অর্জনগুলো বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংস লীলায় পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ জয়বাংলা আক্রান্ত, একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত।’
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়লে কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরের মেট্রোস্টেশনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে স্টেশন দুটি ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতির অর্জন মেট্রোরেলের ধ্বংস লীলা, পুড়ে ছাই হয়ে গেছে। যে সেতুভবন পদ্মাসেতু করেছে, সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। পদ্মাসেতু মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে বার বার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে।’
দেশ আক্রান্তের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করা যায় না জানিয়ে তিনি বলেন, ‘মির্জা ফখরুল তাদের পক্ষে কথা বলে। এর মাধ্যমে প্রমাণ হয় তারা দেশের অর্জন চায় না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক–বাহক বিটিভিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলে। আর কত ধ্বংস চান?’
স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘দুর্যোগে শেখ হাসিনাই ঠিকানা। বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। শেখ হাসিনার ডাকে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নিতে হবে।’
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘কারফিউ দেওয়ার পর জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। দুখীজনদের সেবায় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’