স্বস্তি ফিরছে রাজধানীর কাঁচাবাজারে
- আপডেট সময় : ০৭:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর কাঁচাবাজারে। এক থেকে দুই দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, কোটা সংস্কার আন্দোলন থেমে যাওয়ার পাশাপাশি কারফিউ শিথিল হওয়ায় রাজধানীতে বেড়েছে পণ্যের সরবরাহ। এতে কমেছে অনেক নিত্যপণ্যের দাম।
গেল কয়েকদিন কোটা সংস্কার আন্দোলন ও কারিফউর মধ্যে কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম চড়া থাকলেও বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে সব ধরনের সবজির দাম।
কাকরোল, বরবটি কিংবা বেগুন প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কাঁচা পেঁপে পাওয়া যাচ্ছে ৫০ টাকা কেজিতে। যা গেল দুই দিন আগেও প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ টাকায়। শীতের সবজি টমেটো ও গাজরের দাম কিছুটা কমে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে।
এক সবজি বিক্রেতা বলেন, ‘সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম একটু কমছে। অবরোধের কারণে গাড়ি আসতে পারে নাই, তাই দাম একটু বেশি ছিল।’
আড়াইশো টাকার কাঁচামরিচ একদিনের ব্যবধানে নেমে এসেছে ১৬০ থেকে ২০০ টাকায়। সবজির দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ।
এক ক্রেতা বলেন, ‘কাঁচাবাজারের দাম একটু কমতে শুরু করছে যেহেতু মাল আসতে শুরু করছে। তিন-চারদিন আগেও যে দামে সবজি কিনছি আজ তা প্রায় অর্ধেক দামে কিনলাম।’
সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে কমেছে ৩০ থেকে ৫০ টাকা। পাঙ্গাশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে ইলিশের দাম এখনো বেশ চড়া। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ থেকে ২ হাজার টাকায়।
ফার্মের ডিমের দাম ডজনে কমেছে ৫ টাকা, বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়।