শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত : ইসরায়েল রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন ‘শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার’ শেখ হাসিনা ভারতে আছেন এবং থাকবেন: ভারত কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস: পররাষ্ট্র উপদেষ্টা ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও দুর্গাপূজায় ২ দিন ছুটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সব সম্পদ জব্দের আদেশ ভারতকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের লিড আ.লীগ আমলের বাজার সিন্ডিকেট এখনও সক্রিয়: জামায়াত আমির জাতীয় পার্টি বৈষম্যের শিকার: জিএম কাদের ওবায়দুল কাদের-জাফর ইকবালসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ৪৩ থেকে ৪৬ বিসিএসের নিয়োগ বাতিলের দাবি বিএনপির কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কূটনৈতিক যুদ্ধে ভারত-কানাডার সম্পর্ক চরমে সাবেক সেনাপ্রধান আজিজকে স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা নিজ দেশের জনগণের তোপের মুখে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সেপ্টেম্বরে ১৯২ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৯৫ জন শরীরচর্চা করতে গিয়ে গুরুতর আহত অভিনেত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের নামে হত্যাচেষ্টার মামলা বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে সরকার: উপদেষ্টা আসিফ

বিশ্বের ৭ম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
বিশ্বের ৭ম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৪ সালের সংস্করণে বিশ্বের ৭ম দুর্বল পাসপোর্টের তকমা পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বুধবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ এই পরামর্শক প্রতিষ্ঠান। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে ফিলিস্তিনি পাসপোর্ট।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত সংস্করণেও বাংলাদেশের পাসপোর্ট বৈশ্বিক সূচকে একই অবস্থানে অর্থাৎ ৯৭তম ছিল। এছাড়া গত বছরের ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ১০৩টি অবস্থান নির্ধারণ করেছে হ্যানলি।

বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। গত ১৯ বছর ধরে প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়।

২০২৪ সালের সূচকে বাংলাদেশের পাসপোর্ট যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের সাথে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে। চলতি বছরের সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৪০টিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনও দেশে ভ্রমণ করা সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট (৫২তম)। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই আছে ভারত (৮২তম), ভুটান (৮৭তম) এবং শ্রীলঙ্কা (৯৩তম)। গত সূচকে শ্রীলঙ্কার অবস্থান ৯৬তম থাকলেও চলতি সূচকে দেশটির পাসপোর্টের অবস্থানের উন্নতি ঘটেছে।

তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি পাসপোর্ট নেপালের (৯৮তম), পাকিস্তানের (১০০তম) এবং আফগানিস্তানের (১০৩তম) তুলনায় শক্তিশালী অবস্থানে আছে। হ্যানলির এই সূচকে চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কিংবা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের ১৯৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

এরপরই যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং স্পেন। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

হেনলি পাসপোর্ট সূচকে যৌথভাবে তৃতীয় স্থানে আছে রেকর্ড সাতটি দেশ— অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯১টি গন্তব্যে ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন।

এ ছাড়া চতুর্থ স্থানে যৌথভাবে থাকা বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। সূচকে পঞ্চম স্থানে রয়েছে যৌথভাবে অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এই দুই দেশের নাগরিকরা বিশ্বের ১৮৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। আর যৌথভাবে ষষ্ঠ স্থানে থাকা গ্রিস ও পোল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৮টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারেন।

হ্যানলির এই পাসপোর্ট সূচকে একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১০৩তম)। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

• বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ

১. সিঙ্গাপুর
২. ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন
৩. অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন
৪. বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য
৫. অস্ট্রেলিয়া এবং পর্তুগাল
৬. গ্রিস ও পোল্যান্ড
৭. কানাডা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও মাল্টা
৮. মার্কিন যুক্তরাষ্ট্র
৯. এস্তোনিয়া, লিথুয়ানিয়া, সংযুক্ত আরব আমিরাত
১০. আইসল্যান্ড, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া

• বিশ্বের সবচেয়ে দুর্বল ১০ দেশের পাসপোর্ট

১. আফগানিস্তান (১০৩তম)
২. সিরিয়া
৩. ইরাক
৪. পাকিস্তান ও ইয়েমেন
৫. সোমালিয়া
৬. লিবিয়া, নেপাল
৭. বাংলাদেশ ও ফিলিস্তিনি ভূখণ্ড
৮. উত্তর কোরিয়া
৯. ইরিত্রিয়া
১০. ইরান ও সুদান

সূত্র: হ্যানলি গ্লোবাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ