চূড়ান্ত সেমিফাইনালের লাইনআপ, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
- আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
- / ৩৭৯ বার পড়া হয়েছে
এক আসর পর নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ। মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে পৌঁছে গেছে শেষ চারে। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তোলে বাংলাদেশ। মুর্শিদা ও নিগার পেয়েছেন ফিফটির দেখা। জবাবে ৭৭ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।
প্রথম ম্যাচ হারলেও পথ হারায়নি বাংলাদেশ। থাইল্যান্ডের পর মালয়েশিয়াকেও হারাল হেসে-খেলে। নিশ্চিত করল সেমিফাইনাল।ডাম্বুলায় টস জিতে শুরু থেকে রানরেট বাড়িয়ে নেয়ার চেষ্টা বাংলাদেশের। মারমুখী দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলেন ৫১ রান।
২০ বলে ৩৩ করে দিলারা আউট হলেও রানের গতি ধরে রাখেন মুর্শিদা। অধিনায়ক নিগার সুলতানার সাথে গড়েন ৮৯ রানের জুটি। বড় স্কোরের ভীত তৈরি করে দিয়ে ৮০ রানে থামেন মুর্শিদা। ৫৯ বলের ইনিংসটা সাজানো ১০ চার ও এক ছক্কায়।
নিগার আরও আক্রমণাত্মক। তিনিও তুলেছেন ফিফটি। রুমানাকে নিয়ে ৩৭ রানের পার্টনারশিপ। নিগার ৩৭ বলে অপরাজিত ৬২ রানে। টি-টোয়েন্টিতে বাংলাদেশ গড়ে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড।
ব্যাটারদের পর বোলারদের কাজটা সহজ। দাঁড়াতেই দেননি মালয়েশিয়া ব্যাটারদের। ২০ ওভার ব্যাট করেও ৮ উইকেটে ৭৭ রানের বেশি করতে পারেনি।
শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে নিশ্চিত হলো সেই সেমিফাইনালের লাইনআপ। টি-টোয়েন্টি ফরম্যাটের নারী এশিয়া কাপের দুই সেমিফাইনালই হবে আগামী ২৬ তারিখ, শুক্রবার। দিনের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগ্রেসদের। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা।