ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘বিরোধীদলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / ৩৮০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিরোধীদলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভূমিকা রাখার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাসায়-বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে।

বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে (যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন) সানিয়াতকে গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গতরাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তারের অমানবিক ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কোটা বিরোধী আন্দোলনে পুলিশ ও আনসার সদস্য যারা নিহত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মহাসচিব।

বিবৃতিতে বলা হয়, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের হত্যাকাণ্ডের তদন্ত করা উচিত। একইসাথে ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি করেন বিএনপি মহাসচিব।

একই সঙ্গে বিনা অপরাধে গ্রেপ্তারকৃত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াত এর বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

‘বিরোধীদলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে’

আপডেট সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিরোধীদলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভূমিকা রাখার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাসায়-বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে।

বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে (যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন) সানিয়াতকে গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গতরাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তারের অমানবিক ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কোটা বিরোধী আন্দোলনে পুলিশ ও আনসার সদস্য যারা নিহত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মহাসচিব।

বিবৃতিতে বলা হয়, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের হত্যাকাণ্ডের তদন্ত করা উচিত। একইসাথে ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি করেন বিএনপি মহাসচিব।

একই সঙ্গে বিনা অপরাধে গ্রেপ্তারকৃত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াত এর বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।