০৫:২৫ পূর্বাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানী আটক

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি বিএনপি মিডিয়া সেলের এই সদস্য। এ ছাড়া তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় করা এ পর্যন্ত করা ২শ’ মামলায় দুই হাজার ৫০০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলটির অনেক নেতাকর্মী রয়েছেন। সবশেষ বুধবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় সহিংসতার ঘটনায় করা নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা খসরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

খসরু ছাড়াও বুধবার রাজধানীতে সহিংসতার ঘটনায় করা নাশকতার বিভিন্ন মামলায় বিএনপির আরও ৩৯৫ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া নাশকতার বিভিন্ন মামলায় একই দিন ২৫ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানী আটক

আপডেট : ০৮:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি বিএনপি মিডিয়া সেলের এই সদস্য। এ ছাড়া তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় করা এ পর্যন্ত করা ২শ’ মামলায় দুই হাজার ৫০০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলটির অনেক নেতাকর্মী রয়েছেন। সবশেষ বুধবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় সহিংসতার ঘটনায় করা নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা খসরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

খসরু ছাড়াও বুধবার রাজধানীতে সহিংসতার ঘটনায় করা নাশকতার বিভিন্ন মামলায় বিএনপির আরও ৩৯৫ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া নাশকতার বিভিন্ন মামলায় একই দিন ২৫ জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।