ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / ৩৮২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আসুন, গণতন্ত্র রক্ষায় সবাই একসঙ্গে কাজ করি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল বুধবার ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয়।

গত রোববার আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। এ ঘোষণার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। সঙ্গতকারণে তাঁর ভাষণের ওপর চোখ ছিল সারা বিশ্বের।

জো বাইডেন প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি।

জো বাইডেন বলেন, ‘কমলা হ্যারিস অত্যন্ত অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী ও দেশ পরিচালনায় সক্ষম। তাঁকে ধন্যবাদ। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার ছিলেন।’

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন ও গণতন্ত্রের কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘রাজা নয়, বরং জনগণই শাসন করে আমেরিকা। জনগণের হাতেই সকল ক্ষমতা।’

দেশবাসীর উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘আপনার হাতেই রয়েছে আমেরিকার ক্ষমতা। আপনিই ইতিহাসের নির্মাতা। তাই আসুন, আমরা এক সঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি।’

এদিকে গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে। তিনি জোরালোভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে কমলা হ্যারিসও নির্বাচনী প্রচার শুরু করেছেন। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। তাঁকে সমর্থন দিয়ে রেকর্ড পরিমাণ অর্থও দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারা। ফলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থীতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, কমলা হ্যারিস এরই মধ্যে ১ হাজার ৯৭৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টিতে ডেলিগেটের সংখ্যা প্রায় ৪ হাজার। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দলের জাতীয় সম্মেলনে সহস্রাধিক ডেলিগেটের সমর্থন পাওয়াই যথেষ্ট।

গত সোমবার এক বিবৃতিতে কমলা হ্যারিস বলেন, ‘দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরে সমর্থন পেয়েছি। এ নিয়ে আমি গর্বিত।’

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান বাইডেনের

আপডেট সময় : ১১:১৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আসুন, গণতন্ত্র রক্ষায় সবাই একসঙ্গে কাজ করি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল বুধবার ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয়।

গত রোববার আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। এ ঘোষণার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। সঙ্গতকারণে তাঁর ভাষণের ওপর চোখ ছিল সারা বিশ্বের।

জো বাইডেন প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি।

জো বাইডেন বলেন, ‘কমলা হ্যারিস অত্যন্ত অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী ও দেশ পরিচালনায় সক্ষম। তাঁকে ধন্যবাদ। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার ছিলেন।’

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন ও গণতন্ত্রের কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘রাজা নয়, বরং জনগণই শাসন করে আমেরিকা। জনগণের হাতেই সকল ক্ষমতা।’

দেশবাসীর উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘আপনার হাতেই রয়েছে আমেরিকার ক্ষমতা। আপনিই ইতিহাসের নির্মাতা। তাই আসুন, আমরা এক সঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি।’

এদিকে গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে। তিনি জোরালোভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে কমলা হ্যারিসও নির্বাচনী প্রচার শুরু করেছেন। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। তাঁকে সমর্থন দিয়ে রেকর্ড পরিমাণ অর্থও দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারা। ফলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থীতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, কমলা হ্যারিস এরই মধ্যে ১ হাজার ৯৭৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টিতে ডেলিগেটের সংখ্যা প্রায় ৪ হাজার। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দলের জাতীয় সম্মেলনে সহস্রাধিক ডেলিগেটের সমর্থন পাওয়াই যথেষ্ট।

গত সোমবার এক বিবৃতিতে কমলা হ্যারিস বলেন, ‘দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরে সমর্থন পেয়েছি। এ নিয়ে আমি গর্বিত।’