ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিগগিরই কারফিউ তুলে নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতাবিরোধী একটি চক্র দেশব্যাপী নাশতকা করেছে। কমলমতি শিশুদের ব্যবহার করে তারা এই ধ্বংস লিলা চালিয়েছে। পুলিশ চাইলেই নাশকতাকারীদের গুলি করে হত্যা করতে পারতো, কিন্তু এতে সম্ভাবনাময় অনেক প্রাণ ঝড়তো। তাই ধর্য্যের পরিচয় দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত ও জঙ্গি গোষ্ঠি একজোট হয়ে সরকার হটাও আন্দোলনের রূপ দিতে চেয়েছিলো। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেটি করতে না পেরে দেশব্যাপী রাষ্ট্রিয় সম্পদ ক্ষতিসহ দেশের মানুষকে একঘরে রাখার চেষ্টা করেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক; দ্রুত সময়ের মধ্যে কারফিউ প্রত্যাহার করা হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর মহানগর পুলিশের ক্ষতিগ্রস্ত তাজহাট থানা, নবাবগঞ্জ পুলিশফাঁড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবন, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন। এসময় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনী ও বিজিবির রিজিউন্যাল কমান্ডারসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শিগগিরই কারফিউ তুলে নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতাবিরোধী একটি চক্র দেশব্যাপী নাশতকা করেছে। কমলমতি শিশুদের ব্যবহার করে তারা এই ধ্বংস লিলা চালিয়েছে। পুলিশ চাইলেই নাশকতাকারীদের গুলি করে হত্যা করতে পারতো, কিন্তু এতে সম্ভাবনাময় অনেক প্রাণ ঝড়তো। তাই ধর্য্যের পরিচয় দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত ও জঙ্গি গোষ্ঠি একজোট হয়ে সরকার হটাও আন্দোলনের রূপ দিতে চেয়েছিলো। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেটি করতে না পেরে দেশব্যাপী রাষ্ট্রিয় সম্পদ ক্ষতিসহ দেশের মানুষকে একঘরে রাখার চেষ্টা করেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক; দ্রুত সময়ের মধ্যে কারফিউ প্রত্যাহার করা হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর মহানগর পুলিশের ক্ষতিগ্রস্ত তাজহাট থানা, নবাবগঞ্জ পুলিশফাঁড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবন, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন। এসময় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনী ও বিজিবির রিজিউন্যাল কমান্ডারসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।