ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি-জামায়াতকে প্রতিরোধ করতে হবে: হুইপ

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে একটি অকার্যকর ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি, জামায়াত, শিবির বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত হয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। এসব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

আজ শনিবার (২৭শে জুলাই) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের স্থান পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হুইপ বলেন, তারা বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করার জন্য মেট্রোরেলের স্টেশনগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। পদ্মাসেতু ভবন আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। আগুনের সাথে গান পাউডার ব্যবহার করেছে। এ ছাড়াও বিটিভিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে হামলা করেছে। সন্ত্রাসীরা নাগরিক জীবনকে বিপন্ন করে তুলেছে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

বিএনপি-জামায়াতকে প্রতিরোধ করতে হবে: হুইপ

আপডেট সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

দেশকে একটি অকার্যকর ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি, জামায়াত, শিবির বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত হয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। এসব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

আজ শনিবার (২৭শে জুলাই) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের স্থান পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হুইপ বলেন, তারা বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করার জন্য মেট্রোরেলের স্টেশনগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। পদ্মাসেতু ভবন আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। আগুনের সাথে গান পাউডার ব্যবহার করেছে। এ ছাড়াও বিটিভিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে হামলা করেছে। সন্ত্রাসীরা নাগরিক জীবনকে বিপন্ন করে তুলেছে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।