বন্যার কবলে ভারতের গুজরাত

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ৪৭৯ বার পড়া হয়েছে

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের রাজ্য গুজরাতে। প্রায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নাগপুর শহরে। দুর্ভোগে পড়েছে বাসিন্দারা।
এদিকে, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের আরেক রাজ্য মহারাষ্ট্র, বিভিন্ন শহর এখনো জলমগ্ন, ভারী বৃষ্টির জন্য ৮ জেলায় জারি রাখা হয়েছে কমলা সতর্কতা।
অন্যদিকে, টাইফুন গেইমির তাণ্ডবে চীনের ফুজিয়ান প্রদেশে প্রায় ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, যাদের মধ্যে অর্ধেকের বেশি বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে, টানা ভারী বৃষ্টিতে দেশটির প্রধান নদীগুলোর পানি বেড়েছে, ভূমিধসের সতর্কতা জারি রেখেছে আবহাওয়া বিভাগ।