০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিস অলিম্পিক : বাছাইপর্বেই বাদ বাংলাদেশের রবিউল

অলিম্পিক গেমসের শুটিং ইভেন্টের শেষ আটে খেলার স্বপ্ন নিয়ে প্যারিসে উড়াল দেন শুটার রবিউল ইসলাম। কিন্তু তার স্বপ্ন ভেঙে গেল বাছাইপর্বেই। এই ইভেন্টের বাছাইপর্বেই বাদ পড়ে যান এই বাংলাদেশি শুটার।

আজ রোববার (২৮ জুলাই) পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন রবিউল ইসলাম। তিনি করতে পেরেছেন ৬২৪.২ স্কোর। মোট ৪৯ জন প্রতিযোগির মধ্যে ৪৩তম হয়েছেন এই বাংলাদেশি।

শুটিংয়ের বাছাইপর্বে শীর্ষে আছে চীনের প্রতিযোগী লিহাও শেং। তার স্কোর ৬৩১.৭। দ্বিতীয় স্তানে আছেন আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজ।

অলিম্পিকের এবারের আসরে বাংলাদেশ থেকে মাত্র পাঁচ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। এর মধ্যে সবার আগে অভিযান শুরু করেছেন আর্চার সাগর ইসলাম। প্যারিস অলিম্পিক গেমস উদ্বোধনের আগের দিনই মাঠে নেমেছেন সাগর।

সেদিন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডে ৪৫ তম হয়েছেন সাগর। আগামী ৩১ জুলাই ১/৩২ স্টেজে তার প্রতিপক্ষ ইুতালির মাউরো নাসপলি। যিনি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক ও বিশ্ব আর্চারির অনেক পদক জিতেছেন।

প্যারিস অলিম্পিক : বাছাইপর্বেই বাদ বাংলাদেশের রবিউল

আপডেট : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, রোববার, ২৮ জুলাই ২০২৪

অলিম্পিক গেমসের শুটিং ইভেন্টের শেষ আটে খেলার স্বপ্ন নিয়ে প্যারিসে উড়াল দেন শুটার রবিউল ইসলাম। কিন্তু তার স্বপ্ন ভেঙে গেল বাছাইপর্বেই। এই ইভেন্টের বাছাইপর্বেই বাদ পড়ে যান এই বাংলাদেশি শুটার।

আজ রোববার (২৮ জুলাই) পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বেই বাদ পড়েছেন রবিউল ইসলাম। তিনি করতে পেরেছেন ৬২৪.২ স্কোর। মোট ৪৯ জন প্রতিযোগির মধ্যে ৪৩তম হয়েছেন এই বাংলাদেশি।

শুটিংয়ের বাছাইপর্বে শীর্ষে আছে চীনের প্রতিযোগী লিহাও শেং। তার স্কোর ৬৩১.৭। দ্বিতীয় স্তানে আছেন আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজ।

অলিম্পিকের এবারের আসরে বাংলাদেশ থেকে মাত্র পাঁচ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। এর মধ্যে সবার আগে অভিযান শুরু করেছেন আর্চার সাগর ইসলাম। প্যারিস অলিম্পিক গেমস উদ্বোধনের আগের দিনই মাঠে নেমেছেন সাগর।

সেদিন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডে ৪৫ তম হয়েছেন সাগর। আগামী ৩১ জুলাই ১/৩২ স্টেজে তার প্রতিপক্ষ ইুতালির মাউরো নাসপলি। যিনি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক ও বিশ্ব আর্চারির অনেক পদক জিতেছেন।