ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কিউবা উপকূলে আবারও রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কিউবা উপকূলে রুশ যুদ্ধজাহাজ দেখা গেল। কিউবার রেভল্যুশনারি আর্মড ফোর্সেস বলছে, নিয়মিত চলাচলের অংশ হিসেবে জাহাজগুলো কিউবায় এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবার কিউবা কর্তৃপক্ষ ফাঁকা গুলি ছুড়ে রুশ যুদ্ধজাহাজকে স্বাগত জানিয়েছে। হাভানার জেলেরাও বলেছেন, তারা রুশ যুদ্ধজাহাজ তাদের জলসীমায় প্রবেশ করতে দেখেছেন।

কিউবাতে আসা জাহাজহুলোর মধ্যে টহল জাহাজ নিউসত্রাহিমি, প্রশিক্ষণ জাহাজ সোলিনি ও অন্যান্য সহযোগী যুদ্ধজাহাজের বহর রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মাসে একটি রুশ পারমাণবিক সাবমেরিন, ফ্রিগেট ও অন্য রসদবাহী জাহাজ হাভানা বন্দরে নোঙর করেছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এর দূরত্ব ছিল মাত্র ১০০ মাইল।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের ধারণা, রাশিয়া এই অঞ্চলে তার শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ে। সম্প্রতি আটলান্টিক মহাসাগরেও রুশ নৌবাহিনীর কার্যক্রম বেড়েছে। তবে এই অঞ্চলে রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়মিত টহল দিয়ে থাকে।

একই সঙ্গে পুরোনো মিত্র কিউবার সঙ্গেও রাশিয়ার ঘনিষ্ঠতা আগের চেয়ে বেড়েছে। এরি্ মধ্যে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল চারবার মস্কো সফর করেছেন।

নিউজটি শেয়ার করুন

কিউবা উপকূলে আবারও রুশ যুদ্ধজাহাজ

আপডেট সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কিউবা উপকূলে রুশ যুদ্ধজাহাজ দেখা গেল। কিউবার রেভল্যুশনারি আর্মড ফোর্সেস বলছে, নিয়মিত চলাচলের অংশ হিসেবে জাহাজগুলো কিউবায় এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনিবার কিউবা কর্তৃপক্ষ ফাঁকা গুলি ছুড়ে রুশ যুদ্ধজাহাজকে স্বাগত জানিয়েছে। হাভানার জেলেরাও বলেছেন, তারা রুশ যুদ্ধজাহাজ তাদের জলসীমায় প্রবেশ করতে দেখেছেন।

কিউবাতে আসা জাহাজহুলোর মধ্যে টহল জাহাজ নিউসত্রাহিমি, প্রশিক্ষণ জাহাজ সোলিনি ও অন্যান্য সহযোগী যুদ্ধজাহাজের বহর রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মাসে একটি রুশ পারমাণবিক সাবমেরিন, ফ্রিগেট ও অন্য রসদবাহী জাহাজ হাভানা বন্দরে নোঙর করেছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এর দূরত্ব ছিল মাত্র ১০০ মাইল।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের ধারণা, রাশিয়া এই অঞ্চলে তার শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ে। সম্প্রতি আটলান্টিক মহাসাগরেও রুশ নৌবাহিনীর কার্যক্রম বেড়েছে। তবে এই অঞ্চলে রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়মিত টহল দিয়ে থাকে।

একই সঙ্গে পুরোনো মিত্র কিউবার সঙ্গেও রাশিয়ার ঘনিষ্ঠতা আগের চেয়ে বেড়েছে। এরি্ মধ্যে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল চারবার মস্কো সফর করেছেন।