০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয়বারের মতো ভেনেজুয়েলারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। ৫১ শতাংশ ভোট নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ৮০ শতাংশ ব্যালট বাক্স গণনা শেষে এ ফল পাওয়া গেছে। রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৪৪ শতাংশ ভোট জিতেছেন বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। যদিও বিরোধী দল আগেই সমর্থকদের ভোট গণনার কার্যক্রম পর্যবেক্ষণে রাখার আহবান জানিয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে গঞ্জালে বলেন, ফল লুকানো যাবে না। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পরিবর্তনের বিষয়ে তাদের মত দিয়েছে।’

বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো ভোটের ফল বহাল রাখার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘সেনাবাহিনীর জন্য একটি বার্তা রয়েছে। ভেনেজুয়েলার মানুষ তাদের মতামত জানিয়েছে। তারা মাদুরোকে চায় না। তাই নিজেদের ইতিহাসের সঙ্গে যুক্ত করার এখনই সময়।’

ভেনেজুয়েলার সামরিক বাহিনী সবসময় মাদুরোকে সমর্থন করে আসছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের অভিমত, সামরিক বাহিনীর নেতারা সহজে সরকারের সঙ্গ ত্যাগ করবে না।

তৃতীয়বারের মতো ভেনেজুয়েলারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

আপডেট : ০১:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। ৫১ শতাংশ ভোট নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ৮০ শতাংশ ব্যালট বাক্স গণনা শেষে এ ফল পাওয়া গেছে। রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৪৪ শতাংশ ভোট জিতেছেন বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। যদিও বিরোধী দল আগেই সমর্থকদের ভোট গণনার কার্যক্রম পর্যবেক্ষণে রাখার আহবান জানিয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে গঞ্জালে বলেন, ফল লুকানো যাবে না। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পরিবর্তনের বিষয়ে তাদের মত দিয়েছে।’

বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো ভোটের ফল বহাল রাখার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘সেনাবাহিনীর জন্য একটি বার্তা রয়েছে। ভেনেজুয়েলার মানুষ তাদের মতামত জানিয়েছে। তারা মাদুরোকে চায় না। তাই নিজেদের ইতিহাসের সঙ্গে যুক্ত করার এখনই সময়।’

ভেনেজুয়েলার সামরিক বাহিনী সবসময় মাদুরোকে সমর্থন করে আসছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের অভিমত, সামরিক বাহিনীর নেতারা সহজে সরকারের সঙ্গ ত্যাগ করবে না।