ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের কেরালায় ভূমিধস, ৪৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ৪০৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবল বৃষ্টির মধ্যে ভারতের কেরালার ওয়েনাড জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানির খবর মিলেছে। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাড জেলার মেপ্পাদির কাছে একটি পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাজ বিজয়ন হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা এবং নুলপুজা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চুরামালার প্রধান সেতুটি ধ্বংস হয়ে গেছে। কাদামাটিতে ভেসে গেছে রাস্তাঘাট। ফলে বেশ কিছু এলাকা যোগাযোগের অযোগ্য হয়ে পড়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছে। আহতদের ৫০ হাজার করে টাকা দেয়া হবে।

এছাড়াও, কংগ্রেস নেতা এবং ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী বলেছেন যে, তিনি এই বিপর্যয়েরর জন্য গভীরভাবে ব্যথিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ভারতের কেরালায় ভূমিধস, ৪৩ জনের প্রাণহানি

আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

প্রবল বৃষ্টির মধ্যে ভারতের কেরালার ওয়েনাড জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানির খবর মিলেছে। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাড জেলার মেপ্পাদির কাছে একটি পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাজ বিজয়ন হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা এবং নুলপুজা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চুরামালার প্রধান সেতুটি ধ্বংস হয়ে গেছে। কাদামাটিতে ভেসে গেছে রাস্তাঘাট। ফলে বেশ কিছু এলাকা যোগাযোগের অযোগ্য হয়ে পড়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছে। আহতদের ৫০ হাজার করে টাকা দেয়া হবে।

এছাড়াও, কংগ্রেস নেতা এবং ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী বলেছেন যে, তিনি এই বিপর্যয়েরর জন্য গভীরভাবে ব্যথিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।