ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় পোলিও মহামারি ঘোষণা, যুদ্ধবিরতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ৪৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারি ঘোষণা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ভয়াবহ এই পরিস্থিতির জন্য ইসরাইলি আগ্রাসন দায়ী। মহামারি ছড়িয়ে পড়া রোধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন।

হামাস চালিত এই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় নতুন করে এই মহামারিকে বিশ্বজুড়ে পোলিও নির্মূল কর্মসূচির ক্ষেত্রে বাধা হিসেবে অভিহিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক ও টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার শিশুদের এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা গাজায় ১০ লাখ পোলিও ভ্যাকসিন পাঠানোর ঘোষণা দিয়েছে। এছাড়াও, শিশুদের টিকা পৌঁছে দেয়ার জন্য সেখানে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, ৯ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলা চলছেই। গেলো দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ৩৯ হাজর ৩’শ ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় পোলিও মহামারি ঘোষণা, যুদ্ধবিরতির আহ্বান

আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারি ঘোষণা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ভয়াবহ এই পরিস্থিতির জন্য ইসরাইলি আগ্রাসন দায়ী। মহামারি ছড়িয়ে পড়া রোধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন।

হামাস চালিত এই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় নতুন করে এই মহামারিকে বিশ্বজুড়ে পোলিও নির্মূল কর্মসূচির ক্ষেত্রে বাধা হিসেবে অভিহিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক ও টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার শিশুদের এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা গাজায় ১০ লাখ পোলিও ভ্যাকসিন পাঠানোর ঘোষণা দিয়েছে। এছাড়াও, শিশুদের টিকা পৌঁছে দেয়ার জন্য সেখানে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, ৯ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলা চলছেই। গেলো দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ৩৯ হাজর ৩’শ ছাড়িয়েছে।