বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন
- আপডেট সময় : ০৯:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ থাকার ১৪ দিন পরে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে স্বল্প দুরত্বে চলবে ট্রেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কোটা সংস্কার আন্দোলন সহিংসতার জেরে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের কারণে গত ১৮ জুলাই দুপুর থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে।