ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / ৩৮১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খোলাবাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১২৫ টাকায় উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মানি চেঞ্জার হাউসে ডলারের দর বেড়েছে ৬ থেকে ৭ টাকা। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে খোলাবাজারে।

গেল দুই মাসেরও বেশি সময় ১১৭ থেকে ১১৮ টাকায় স্থির ছিল ডলারের দাম। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছে খোলাবাজারের ডলারের দামে। কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ অনেক কমে গেছে। এতে বেড়ে গেছে খোলাবাজারের ডলারের দাম।

রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে ১২৫ টাকা ছাড়িয়েছে ডলারের দর। যদিও ব্যাংকগুলোতে রেমিট্যান্সের ডলারের দাম ১১৮ থেকে ১১৯ টাকা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘১৮ থেকে ২৩ জুলাই অর্থনৈতিক কার্যক্রম বন্ধ ছিল। আমদানি রপ্তানিও বন্ধ ছিল। অন্যদিকে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। তবে কিছু দিনের মধ্যেই এই সংকট কেটে যাবে বলে আশা করছি।’

টানা তিন মাস ধরেই রেমিট্যান্স ২০০ কোটি ডলারের বেশি এসেছে। এর মধ্যে জুন মাসে আসে ২৫৪ কোটি ডলারের বেশি। কিন্তু ছন্দপতন হয় জুলাই মাসে।

নিউজটি শেয়ার করুন

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা

আপডেট সময় : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

খোলাবাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১২৫ টাকায় উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মানি চেঞ্জার হাউসে ডলারের দর বেড়েছে ৬ থেকে ৭ টাকা। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে খোলাবাজারে।

গেল দুই মাসেরও বেশি সময় ১১৭ থেকে ১১৮ টাকায় স্থির ছিল ডলারের দাম। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছে খোলাবাজারের ডলারের দামে। কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ অনেক কমে গেছে। এতে বেড়ে গেছে খোলাবাজারের ডলারের দাম।

রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে ১২৫ টাকা ছাড়িয়েছে ডলারের দর। যদিও ব্যাংকগুলোতে রেমিট্যান্সের ডলারের দাম ১১৮ থেকে ১১৯ টাকা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘১৮ থেকে ২৩ জুলাই অর্থনৈতিক কার্যক্রম বন্ধ ছিল। আমদানি রপ্তানিও বন্ধ ছিল। অন্যদিকে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। তবে কিছু দিনের মধ্যেই এই সংকট কেটে যাবে বলে আশা করছি।’

টানা তিন মাস ধরেই রেমিট্যান্স ২০০ কোটি ডলারের বেশি এসেছে। এর মধ্যে জুন মাসে আসে ২৫৪ কোটি ডলারের বেশি। কিন্তু ছন্দপতন হয় জুলাই মাসে।