ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হারুনের আতিথেয়তা নিয়েছিলেন যে তারকারা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঝের মধ্যেই মচ্ছব পড়ে যেত মিন্টো রোডের ডিটেকটিভ ব্রাঞ্চে। নানা ধরনের সমাধানও আসত। নানা শ্রেণি-পেশার মানুষদের এই টোটকা বাতলে দিতেন ডিবি কার্যালয়ে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ। সঙ্গে খানা-দানার ব্যবস্থাও থাকত। যা নিয়ে বেশ সরস হয়ে উঠত ফেসবুক। ডিবির এই সাবেক কর্মকর্তার আতিথেয়তা ও সহচর্যে এসেছেন বেশ কয়েকজন তারকাও। দেখে নেওয়া যাক কারা ছিলেন তারা—

শাকিব খান:
নারীঘটিত একটি অভিযোগের সুরহা করতে ঢাকাই ছবির এই শীর্ষ তারকা দ্বারস্থ হয়েছিলেন ডিবি কার্যালয়ে।অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। যা শোনেন হারুন অর রশীদ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব। কিন্তু শাকিবের মামলা নেয়নি গুলশান থানা। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেখান থেকে। রহমত উল্ল্যাহ অস্ট্রেলিয়াতে এক নারী প্রযোজকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ঢাকাই ছবির এ শীর্ষ নায়কের বিরুদ্ধে।

অপু বিশ্বাস:
২০২৩ সালের আগস্ট মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। তিনি ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। অপু তখন বলেছিলেন, ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিইংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে।’

তানজিন তিশা:
এই অভিনেত্রী গত বছরের ২০ নভেম্বর হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান। ডিবি অফিস সূত্রে জানা গিয়েছিল, ব্যক্তিগত সমস্যায় পড়ে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছেন তানজিন তিশা। এর আগে গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। যা নিয়ে এক সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়ান তিনি।

নিপুণ:
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুণ আক্তার আজ ডিবি কার্যালয় আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।’

দিঘী:
গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। তাঁর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে।

জায়েদ খান:
২০২৩ সালের মে মাসে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছিলেন—সেটা জানাতেই ডিবির কার্যালয়ে গেছেন তিনি বলে তখন সংবাদ প্রকাশিত হয়।

লুবাবা:
ফেসবুকে শিশুশিল্পী লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এ ছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশুশিল্পী লুবাবা ডিবি কার্যালয়ে গিয়েছিল।

তাপস-অপু:
ফারজানা মুন্নী তার স্বামী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে দিয়ে মুন্নী জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। সেসব নিয়ে কদিন ধরে তোলপাড় চলে। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর কলরেকর্ড ফাঁস হয়। সেখানে বুবলীর নামে বিস্তর অভিযোগ আনতে শোনা যায় মুন্নীকে। এগুলো বিতর্ক সমাধানে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস ও গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস। জানান সমাধান পেয়েছেন।

মারজুক রাসেল:
সম্প্রতি আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের কবি-অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ জানানোর জন্য রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

হারুনের আতিথেয়তা নিয়েছিলেন যে তারকারা

আপডেট সময় : ১১:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

মাঝের মধ্যেই মচ্ছব পড়ে যেত মিন্টো রোডের ডিটেকটিভ ব্রাঞ্চে। নানা ধরনের সমাধানও আসত। নানা শ্রেণি-পেশার মানুষদের এই টোটকা বাতলে দিতেন ডিবি কার্যালয়ে দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ। সঙ্গে খানা-দানার ব্যবস্থাও থাকত। যা নিয়ে বেশ সরস হয়ে উঠত ফেসবুক। ডিবির এই সাবেক কর্মকর্তার আতিথেয়তা ও সহচর্যে এসেছেন বেশ কয়েকজন তারকাও। দেখে নেওয়া যাক কারা ছিলেন তারা—

শাকিব খান:
নারীঘটিত একটি অভিযোগের সুরহা করতে ঢাকাই ছবির এই শীর্ষ তারকা দ্বারস্থ হয়েছিলেন ডিবি কার্যালয়ে।অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। যা শোনেন হারুন অর রশীদ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব। কিন্তু শাকিবের মামলা নেয়নি গুলশান থানা। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেখান থেকে। রহমত উল্ল্যাহ অস্ট্রেলিয়াতে এক নারী প্রযোজকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ঢাকাই ছবির এ শীর্ষ নায়কের বিরুদ্ধে।

অপু বিশ্বাস:
২০২৩ সালের আগস্ট মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। তিনি ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। অপু তখন বলেছিলেন, ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিইংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে।’

তানজিন তিশা:
এই অভিনেত্রী গত বছরের ২০ নভেম্বর হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান। ডিবি অফিস সূত্রে জানা গিয়েছিল, ব্যক্তিগত সমস্যায় পড়ে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছেন তানজিন তিশা। এর আগে গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। যা নিয়ে এক সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়ান তিনি।

নিপুণ:
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুণ আক্তার আজ ডিবি কার্যালয় আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।’

দিঘী:
গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। তাঁর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে।

জায়েদ খান:
২০২৩ সালের মে মাসে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছিলেন—সেটা জানাতেই ডিবির কার্যালয়ে গেছেন তিনি বলে তখন সংবাদ প্রকাশিত হয়।

লুবাবা:
ফেসবুকে শিশুশিল্পী লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এ ছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশুশিল্পী লুবাবা ডিবি কার্যালয়ে গিয়েছিল।

তাপস-অপু:
ফারজানা মুন্নী তার স্বামী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে দিয়ে মুন্নী জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। সেসব নিয়ে কদিন ধরে তোলপাড় চলে। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর কলরেকর্ড ফাঁস হয়। সেখানে বুবলীর নামে বিস্তর অভিযোগ আনতে শোনা যায় মুন্নীকে। এগুলো বিতর্ক সমাধানে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস ও গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস। জানান সমাধান পেয়েছেন।

মারজুক রাসেল:
সম্প্রতি আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের কবি-অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ জানানোর জন্য রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।