ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে তাঁকে বদলি করা হয়।
হারুনকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডিবির দায়িত্বে এসেছেন ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান।
অন্যদিকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখায় আনা হয়েছে ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখার অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে।
নানা কারণে আলোচিত ডিবি কর্মকর্তা হারুন নতুন করে আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের সঙ্গে খাবার খাওয়ার একটি ছবিকে কেন্দ্র করে। ফেসবুকে প্রকাশ করা ওই ছবি নিয়ে হাইকোর্ট উষ্মা প্রকাশ করেন। গত ২৯ জুলাই একটি রিটের শুনানিতে, ডিবি অফিসে খাবার খাইয়ে ফেসবুকে ছবি প্রকাশ করা জাতির সঙ্গে মশকরার শামিল বলে মন্তব্য করেন হাইকোর্ট।
এছাড়া গত সোমবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতারাও এই ছবিটি নিয়ে সমালোচনা করেন।
অবশ্য ডিবি অফিসে খাবার খাইয়ে তার ছবি প্রকাশ করা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আলোচিত ইউটিউবার হিরো আলম, অভিনেত্রী তমা মির্জাসহ নানাজনকে খাবার খাইয়ে তার ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। এ ঘটনাগুলো সে সময় বেশ আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছিল।