বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আনন্দিত চীন
- আপডেট সময় : ১২:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ও সামাজিক শৃঙ্খলা ফিরে আসায় বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আনন্দিত চীন।
মঙ্গলবার (৩০ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এসব কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সামাজিক শৃঙ্খলা আবার শুরু হয়েছে। বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীনা পক্ষ এতে আনন্দিত।
লিন জিয়ান বলেন, চীন ও বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা পৌঁছানো হয়েছিল, যা দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিবে।