আগামী ৪ আগস্ট খুলছে প্রাথমিক বিদ্যালয়
- আপডেট সময় : ০৮:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার (৪ আগস্ট) খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় আরও জানানো হয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহেও আগামী ৪ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার পর আট বিভাগের সিটি করপোরেশনের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকর্মীদের জানান, শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের আওতাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।