সরকারে ‘আস্থা’ নেই, আন্তর্জাতিক তদন্ত চান শিক্ষকরা
- আপডেট সময় : ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার সব হত্যার ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন নিপীড়নবিরোধী শিক্ষকরা। তারা বলছেন, সরকারের কোনো তদন্তে তাদের আর আস্থা নেই।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে এক সমাবেশে এসব কথা বলেন শিক্ষকরা।
সমাবেশে বক্তারা, শিক্ষার্থীদের ওপর হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানান। শিক্ষকদের বাসায়ও হামলার অভিযোগ জানিয়ে তারা অতি দ্রুত এসব বন্ধের আহ্বান জানান।
একইসঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান শিক্ষকরা। আর শিক্ষার্থীরা কারাগারে থাকা অবস্থায় কোনো পাবলিক পরীক্ষা যেনো না নেয়া হয়, সেই দাবিও জানান তারা।
জঙ্গি সংগঠন হিসেবেই জামায়াত-শিবিরকে মোকাবিলা: প্রধানমন্ত্রী জঙ্গি সংগঠন হিসেবেই জামায়াত-শিবিরকে মোকাবিলা: প্রধানমন্ত্রী
সমাবেশ শেষে মিছিল করেন শিক্ষকরা। এসময় শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর, রাজু স্মারক ভাস্কর্য ঘুরে শহীদ মিনারে শেষ হয় নিপীড়নবিরোধী শিক্ষকদের মিছিল। সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।