টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে ব্রিটিশ সংসদীয় কমিটি
- আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের লন্ডন শহরের একটি সম্পদের ভাড়া বাবদ আয়ের হিসাব সময় মতো নথিভুক্ত না করায় ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটিশ সংসদের স্ট্যান্ডার্ড কমিশন। বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
টিউলিপ সিদ্দিক ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি এবং উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসন থেকে লেবার পার্টির এমপি।
যুক্তরাষ্ট্রের সংসদীয় স্ট্যান্ডার্ড কমিশনারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওই সম্পদ থেকে আয়ের তথ্য দেরিতে প্রদান করায় তদন্ত চলছে।
লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, এই বিষয়ে সংসদীয় কমিশনার অন স্ট্যান্ডার্ডসকে সম্পূর্ণ সহযোগিতা করবেন টিউলিপ। যদিও এর আগে লেবার পার্টির তরফ থেকে বলা হয়, আয়ের হিসাব সময় মতো নথিভুক্ত করতে না পারার বিষয়টি প্রশাসনিক তদারকির অংশ।
গত মাসে সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। সরকার গঠনের পর প্রথম এমপি হিসেবে টিউলিপের বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছে সংসদের স্ট্যান্ডার্ড কমিশনার। তিনি ছাড়াও আরও তিনজন এমপির বিরুদ্ধে বর্তমানে এই তদন্ত চলছে। তবে তারা সবাই সদ্য বিদায়ী কনজারভেটিভ পার্টির এমপি।
এ ছাড়া সবশেষ সংসদের সময় একশ জনের বেশি এমপির বিরুদ্ধে তদন্তের খাতা খুলেছিলেন স্ট্যান্ডার্ড কমিশনার। তাদের অধিকাংশের বিষয় ‘সংশোধনের’ মাধ্যমেই সমাধান হয়ে যায়। এই সংশোধন প্রক্রিয়ায় মূলত এমপিদের ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নিয়ম-কানুনের ছোটখাটো বা অনিচ্ছাকৃত লঙ্ঘন সংশোধনের সুযোগ দেয়া হয়।