মধ্যপ্রাচ্যের সংঘাতে বেড়েছে স্বর্ণ ও তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ৩৮০ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে স্বর্ণ ও তেলের দাম বেড়েছে। চলমান পরিস্থিতিতে সরবরাহ কমার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার।
ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগের আশায় স্বর্ণের দাম একদিনের ব্যবধানে প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় স্বর্ণের দাম বেড়ে প্রতি ট্রয় আউন্স বা ৩১ গ্রামে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৪ মার্কিন ডলারে।
এদিকে হালকা অপরিশোধিত তেলের দাম সাড়ে ৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৭ মার্কিন ডলার। আর ব্রেন্ট ক্রুড তেলের দাম আড়াই শতাংশ বেড়ে ব্যারেল প্রতি হয়েছে ৮০ দশমিক ৭ মার্কিন ডলার।
উল্লেখ্য বুধবার ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় এসব পণ্যের দাম বেড়ে যায়।