শিক্ষার্থীদের সঙ্গে সবাইকে আরও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই পীর)।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র-যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ফয়জুল করিম শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সব হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং বিচার দাবি করেন। একইসঙ্গে এই আন্দোলনকে জনমানুষের আন্দোলন অভিহিত করে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এসময় দলের অন্যান্য নেতাকর্মীরা সাম্প্রতিক পরিস্থিতির অবসান চেয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। বর্তমান সরকারের নির্মমতা একাত্তরের চেয়েও অধিক বলে অভিহিত করেন তারা। পরে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।