অলিম্পিকে সপ্তম দিনটা স্বাগতিক ফ্রান্সেরই
- আপডেট সময় : ০১:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
প্যারিস অলিম্পিকে সপ্তম দিনটা আসলে কার? উত্তরে স্বাগতিক ফ্রান্সের নাম বললেও বোধহয় খুব একটা ভুল হবে না। এ দিন ৩ সোনা সহ সর্বোচ্চ ৯টি পদক জিতেছে দেশটি। এছাড়া মোট পদক জয়ী তালিকাতেও দুইয়ে আছে ফ্রান্স (৩৬টি)।
ছেলেদের সাইক্লিংয়ে বিএমএম রেসিংয়ে লাস্ট চান্স রেসে সোনা,রুপা, ব্রোঞ্জ- তিনটি পদকই গেছে ফ্রান্সে। এছাড়া ছেলেদের সাঁতারের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন লিঁও মারশঁ। ছেলেদের জুডোতে ১০০ কেজি ওজন শ্রেণিতে ফ্রান্সকে সোনা এনে দিয়েছেন টেডি রাইনার।
ফ্রান্সের মতো এদিন ৩টি সোনা জিতেছে অস্ট্রেলিয়াও। মেয়েদের সাইক্লিং বিএমএক্স রেসিংয়ে লাস্ট চান্স রেসে সোনা জিতেছেন দেশটির সায়া সাকাকিবারা। এছাড়া মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইলি ম্যাকিওন। ছেলেদের ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারের সোনাটাও গেছে অস্ট্রেলিয়ায়।
সোনা জয়ে তালিকার শীর্ষ দল চীনও খুব বেশি পিছিয়ে ছিল না সপ্তম দিন। ব্যাডমিন্টনে মিশ্র দ্বৈতের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চীনকে সোনা এনে দিয়েছেন জং সিউই-হুয়াং ইয়াকিয়ং জুটি। এছাড়া ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডের সোনা জিতেছে এশিয়ার দেশটি। দুই সোনাসহ এদিন মোট ৭টি পদক জিতেছে চীন। অন্যদিকে জাম্পিংয়ে দলীয় ইভেন্ট, মেয়েদের ট্রাম্পোলিন জিমন্যাস্টিক ও মেয়েদের ডাবল স্কালসে ৩ সোনাসহ গ্রেট ব্রিটেন ৭ম দিন বাগিয়ে নিয়েছে ৭টি পদক।
৭ম দিন শেষে পদকের তালিকা
দেশ | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
চীন | ১৩ | ৯ | ৯ | ৩১ |
ফ্রান্স | ১১ | ১২ | ১৩ | ৩৬ |
অস্ট্রেলিয়া | ১১ | ৬ | ৫ | ২২ |
যুক্তরাষ্ট্র | ৯ | ১৮ | ১৬ | ৪৩ |
ব্রিটেন | ৯ | ১০ | ৮ | ২৭ |
জাপান | ৮ | ৪ | ৬ | ১৮ |
দক্ষিণ কোরিয়া | ৭ | ৫ | ৪ | ১৬ |
ইতালি | ৫ | ৮ | ৪ | ১৭ |
নেদারল্যান্ডস | ৪ | ৩ | ২ | ৯ |
কানাডা | ৩ | ২ | ৬ | ১১ |