পুলিশকে বিস্কুট-পানি দিলো আন্দোলনরত শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৩:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে স্লোগানে উত্তাল হয় সায়েন্সল্যাব এলাকা। সেখানে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিস্কুট ও পানি পাঠানো হয় পুলিশের কাছে। শুরুতে তারা বিস্কুট-পানি নিতে অস্বীকৃতি জানালেও পরে তা গ্রহণ করেন।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ আমাদের শত্রু না। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অনেকটা সময় আমাদের পাশে অবস্থান করছেন, আমরা সাধ্যমতো তাদের মাঝে পানি ও বিস্কুট পাঠিয়েছি। তারা (পুলিশ) গ্রহণ করেছেন তাই আমরা তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে সত্যের পক্ষে অবস্থান নেওয়ারও অনুরোধ জানাই।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/ দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/ আমার ভাই শহীদ কেনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন/ আনাদের আন্দোলন চলছে-চলবে।
এদিকে সারাদেশে আজ বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণায় জানানো হয়, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে।