সংলাপে বসতে রাজি নই : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৪৩৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই। আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না।
আজ শনিবার (৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ একথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক তাঁর পোস্টে বলেন, “এবিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।
তাদের সাথে আলোচনার কোন পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোন বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। গুলি আর সন্ত্রাসের সাথে কোন সংলাপ হয় না।”