০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে হামলা, ভাঙচুর

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার (৩ জুলাই) বিকেলে নগরের চশমা হিলের বাসায় হামলা করে দুটি গাড়িও ভাঙচুর করে। সিএমপির এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।

এ ছাড়া নগরীর ওয়াসা মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্ররা। সেখানে যুবলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালাবে এমন গুজবে কিছু শিক্ষার্থী ঢুকে পড়ে।

নগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।

শিক্ষামন্ত্রীর বাসা দুই নম্বর গেটের মূল সড়ক থেকে আধা কিলোমিটার দূরে। নওফেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, কোটাবিরোধী শিক্ষার্থীদের একটি অংশ নগরীর টাইগারপাস পুলিশ বক্স ভাঙচুর করেছে। এর আগে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে অংশ নেয় কয়েকহাজার শিক্ষার্থী। ৯ দফা দাবিতে শহরের বিভিন্ন স্থানে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে হামলা, ভাঙচুর

আপডেট : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার (৩ জুলাই) বিকেলে নগরের চশমা হিলের বাসায় হামলা করে দুটি গাড়িও ভাঙচুর করে। সিএমপির এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।

এ ছাড়া নগরীর ওয়াসা মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্ররা। সেখানে যুবলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালাবে এমন গুজবে কিছু শিক্ষার্থী ঢুকে পড়ে।

নগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।

শিক্ষামন্ত্রীর বাসা দুই নম্বর গেটের মূল সড়ক থেকে আধা কিলোমিটার দূরে। নওফেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, কোটাবিরোধী শিক্ষার্থীদের একটি অংশ নগরীর টাইগারপাস পুলিশ বক্স ভাঙচুর করেছে। এর আগে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে অংশ নেয় কয়েকহাজার শিক্ষার্থী। ৯ দফা দাবিতে শহরের বিভিন্ন স্থানে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।