ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / ৩৭৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার দাফন গতকাল শুক্রবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে। দোহার ইমাম মুহাম্মাদ ইবনে আবদুল আল-ওয়াহাব মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে দোহার উত্তর দিকের শহর লুসাইলে দাফন করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার কাতারের পাশাপাশি তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও এ নেতার স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

দোহায় অনুষ্ঠিত জানাজায় ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি ও সদস্যরাও অংশ নিয়েছিলেন।

গত মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে এক বিমান হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। সেখানে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ইসমাইল হানিয়ার হত্যার দায় স্বীকার না করলেও ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করেছে।

ইসরাইল এখন পর্যন্ত এ হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর হানিয়াসহ হামাসের শীর্ষ নেতাদের হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েল।

ইসমাইল হানিয়াকে হত্যার কয়েক ঘণ্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা ফুয়াদ শুকরকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে হানিয়ার নিহতের খবরে লেবানন ফুঁসে ওঠে। গতকাল বৈরুতেও হানিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে তুরস্ক ও পাকিস্তানেও। এর আগে বৃহস্পতিবার তেহরানে হানিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা নাজাজ পড়িয়েছেন পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তাঁর মরদেহ দোহায় আনা হয়।

নিউজটি শেয়ার করুন

কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার দাফন গতকাল শুক্রবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে। দোহার ইমাম মুহাম্মাদ ইবনে আবদুল আল-ওয়াহাব মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে দোহার উত্তর দিকের শহর লুসাইলে দাফন করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার কাতারের পাশাপাশি তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও এ নেতার স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

দোহায় অনুষ্ঠিত জানাজায় ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি ও সদস্যরাও অংশ নিয়েছিলেন।

গত মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে এক বিমান হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। সেখানে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ইসমাইল হানিয়ার হত্যার দায় স্বীকার না করলেও ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করেছে।

ইসরাইল এখন পর্যন্ত এ হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর হানিয়াসহ হামাসের শীর্ষ নেতাদের হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েল।

ইসমাইল হানিয়াকে হত্যার কয়েক ঘণ্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা ফুয়াদ শুকরকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে হানিয়ার নিহতের খবরে লেবানন ফুঁসে ওঠে। গতকাল বৈরুতেও হানিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে তুরস্ক ও পাকিস্তানেও। এর আগে বৃহস্পতিবার তেহরানে হানিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা নাজাজ পড়িয়েছেন পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তাঁর মরদেহ দোহায় আনা হয়।